কর্মসূচি

বিশৃঙ্খলা সৃষ্টি ও সস্তা শ্লোগানের মাধ্যমে শ্রমিকদের সমস্যার প্রকৃত সমাধান কখনও হয়নি, সম্ভবও না। এ জন্যে প্রয়োজন এক অনুগত, আদর্শবাদী ও ত্যাগী কর্মী বাহিনীর। সঠিক কর্মসূচি ছাড়া শুধু নিবেদিত কর্মী বাহিনী দ্বারাই অধিকার আদায় সম্ভব নয়। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বৃহত্তর শ্রমিক সমাজের স্বার্থে পেশ করছে ৪ দফা কর্মসূচি:

১. সংগঠন
ক) শ্রমিক কর্মচারীদের মধ্যে দাওয়াতি কাজ করে প্রাথমিক সদস্য বানানো।
খ) এসব সদস্যদেরকে পর্যায়ক্রমে কর্মীরূপে গড়ে তোলা ও ইউনিট কায়েম করা।
গ) শ্রমিক সমাজের মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের অবিরাম চেষ্টা চালানো।
ঘ) শ্রমিকদের মধ্যে একতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মনোভাব গড়ে তোলা।

২. ট্রেড ইউনিয়ন
ক) শ্রমিকদের জন্যে আইনের সাহায্য সহজলভ্য করা।
খ) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) ও ইন্টারন্যাশনাল ইসলামিক কনফেডারেশন অব লেবার (IICL) এর সুপারিশ ও কনভেনশন প্রয়োগের চেষ্টা করা।
গ) জাতীয় ও পেশাজীবী ফেডারেশনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা।
ঘ) অনুমোদিত ইউনিয়নগুলোর সহযোগিতা বৃদ্ধি করা এবং শ্রমিকদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে উৎপাদন বৃদ্ধির মনোভাব তৈরি করা।
ঙ) ধর্মীয়, অর্থনৈতিক, বাকস্বাধীনতা, সংগঠন, সমাবেশ এবং ধর্মঘটের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করা।
চ) চাকুরির অধিকার ও নিরাপত্তা বিধানের চেষ্টা করা।
ছ) দ্রব্যমূল্যের সাথে মিল রেখে মজুরি প্রদান এবং ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুবিধা আদায়ের চেষ্টা করা।

৩. শিক্ষা ও প্রশিক্ষণ
শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দান এবং ইসলামের সাধারণ জ্ঞান দান ও চরিত্র গঠনের চেষ্টা করা।

৪. সেবা ও সংস্কার
চাকুরিচ্যুত অসহায়, রোগাক্রান্ত ও বিপদগ্রস্থ শ্রমিকদের সেবা ও সাহায্য দান এবং দেশের সার্বিক পরিবর্তনের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠানসহ সকল স্তরে সৎ, খোদাভীরু ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist